রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পদক অর্জন কনকর্ডের
প্রকাশ | ২৯ মে ২০২৪, ০০:০০
জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালের জন্য রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের প্রথম স্থান পেয়েছে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড। ২৩ মে ওসমানী স্মৃতি মিলনায়তনে 'রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। বিজ্ঞপ্তি