এসিআইয়ের মুনাফা বেড়ে দ্বিগুণ

প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (২০১৯ সালের জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফরমুলেশনের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) আগের বছরের তুলনায় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তৃতীয় প্রান্তিকের মুনাফায় বড় ধরনের উত্থান হওয়ায় চলতি হিসাব বছরের নয় মাসের (২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত) হিসাবেও কোম্পানিটির মুনাফা বেড়েছে। কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৪৭ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৩৪ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে (২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত) প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৩ টাকা ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ নয় মাসের হিসাবে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২৯ পয়সা। মুনাফা বাড়লেও কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের মার্চ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৪ টাকা ৯৮ পয়সা, যা ২০১৮ সালের জুন শেষে ছিল ৫৫ টাকা ৪৫ পয়সা। কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ১২ টাকা ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ১২ টাকা।