যুক্তরাজ্যের বিভিন্ন শহরে উবার চালকদের ধর্মঘট

প্রকাশ | ১০ মে ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
শেয়ারবাজারে আইপিও ছাড়ার প্রাক্কালে যুক্তরাজ্যে চালকদের ধর্মঘটের মুখে পড়েছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। বেতন ও বিভিন্ন শর্ত নিয়ে চলমান একটি আন্তর্জাতিক বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বুধবার ধর্মঘট পালন করেছেন উবার চালকরা। লন্ডন, বার্মিংহাম, নটিংহাম ও গস্নাসগোর চালকরা সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেবা বন্ধ রাখার ঘোষণা দেন। মূলত শিকাগো, ফিলাডেলফিয়া, বোস্টন, নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিসহ মার্কিন শহরগুলোর উবার চালকদের বিক্ষোভে সংহতি জানিয়েছেন ব্রিটিশ চালকরা। এর বাইরে ব্রাজিলসহ আরও কয়েকটি দেশেও বিক্ষোভ চলছে। ইনডিপেনডেন্ট ওয়ার্কার্স অব গ্রেট ব্রিটেন ইউনিয়নের সচিব ইয়াসিন আসলাম জানান, ২০১২ সালে যুক্তরাজ্যে উবার আসার পর থেকেই চালকরা কম বেতন ও শর্তসাপেক্ষে সেবা দিয়ে আসছেন। অনেক সময় চালকদের সপ্তাহে ৬০ ঘণ্টা কাজ করতে হয়। এ মুহূর্তে আমরা ভালো বেতন ও উবারের অন্যায্য শর্তের বিরুদ্ধে বিক্ষোভ করছি। সূত্র : বিবিসি