লেনদেন শুরুর তারিখ থেকে লক-ইন কার্যকর

প্রকাশ | ১০ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
এখন থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত সব কোম্পানির ইসু্য করা শেয়ারের ওপর লক-ইনের সময় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর তারিখ থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৮৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওইদিন এ সংক্রান্ত একটি নির্দেশনাও জারি করেছে কমিশন। নতুন নির্দেশনা অনুসারে বিদ্যমান আইনে আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত সব কোম্পানির ইসু্য করা শেয়ারের লক-ইনের সময় প্রসপেক্টাস ইসু্যর তারিখের পরিবর্তে লেনদেন শুরুর তারিখ থেকে গণনা করা হবে। এরই মধ্যে আইপিওর মাধ্যমে যে সব কোম্পানি এসেছে সেগুলোর শেয়ারে ক্ষেত্রেও লেনদেন শুরুর তারিখ থেকে লক-ইন কার্যকর হবে।