বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
ইসলামী ব্যাংক

শিগগিরই জানা যাবে এস আলমের ঋণের পুরো তথ্য

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শিগগিরই জানা যাবে এস আলমের ঋণের পুরো তথ্য

ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে মোট ঋণের অর্ধেকেরও বেশি নিয়ে গেছে এস আলম গ্রম্নপ। তবে পুরো তথ্য পেতে আরও এক সপ্তাহ সময় লাগবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে নতুন বোর্ডের সভা শেষে ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়েদ উলস্নাহ আল মাসুদ এ কথা বলেন।

নতুন চেয়ারম্যান বলেন, এস আলম গ্রম্নপ ঋণের অর্ধেকের বেশি নিয়ে গেছেন। তবে পুরো তথ্য পেতে আরও এক সপ্তাহ সময় লাগবে। ইতোমধ্যে তার সম্পদ নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এ ছাড়া ঋণের বিপরীতে যেসব জামানত রয়েছে, তা দিয়ে এই ঋণ শোধ করা যাবে না। তাই জামানতের বাইরে যেসব সম্পদ রয়েছে, তা বের করার জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার সময় ২৩০০ কোটি টাকা ঘাটতি ছিল। তা প্রতিদিন কমে আসছে। আজকে কমে তা দুই হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। আশা করি, এ বছরের মধ্যে তা ইতিবাচক ধারায় ফিরবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে