শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

পলাতক ফ্যাসিস্ট সরকার ব্যবসাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে

চট্টগ্রাম বু্যরো
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পলাতক ফ্যাসিস্ট সরকার ব্যবসাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে

বিগত আওয়ামী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ১৭ বছরে ব্যবসাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। ব্যাংক, শেয়ার বাজার লুটপাট, হলমার্ক কেলেঙ্কারি, কোটি কোটি টাকা পাচার, সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, হাজার হাজার কোটি টাকা বিদেশি ঋণ করে অর্থনীতিকে লাটে তুলেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডবিস্নইউএফ) চট্টগ্রাম নগরের হালিশহর, ডবলমুরিং, সদরঘাট, বায়েজিদ, চান্দগাঁও, কোতোয়ালি ও চকবাজার থানার বিশিষ্ট ব্যবসায়ী সমাবেশে উপদেষ্টারা এসব কথা বলেন।

নগরের বায়েজিদ ও চান্দগাঁও থানার উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ীদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আইবিডবিস্নইউএফের উপদেষ্টা ড. আ জ ম ওবায়েদুলস্নাহ। এছাড়া বক্তব্য রাখেন আইবিডবিস্নইউএফ চট্টগ্রাম জোনের সভাপতি ডা. এ কে এম ফজলুল হক, মোহাম্মদ ইসমাইল, জাকির হোসেন, আবদুল আজিজ, মামুনুর রশিদ ও এ কে আজাদ চৌধুরী।

অন্যদিকে আইবিডবিস্নইউএফের নগরের চকবাজার ও কোতোয়ালি থানার উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইবিডবিস্নইউএফের উপদেষ্টা মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন আইবিডবিস্নইউএফের উপদেষ্টা আমির হোসেন, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, আব্দুল হান্নান, মামুনুর রশিদ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে