এফবিসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নিচ্ছে আগামীকাল

প্রকাশ | ১৮ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
এফবিসিসিআইয়ের ২০১৯-২০২১ মেয়াদকালের পরিচালনা পর্ষদ আগামীকাল ১৯ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন। এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নব-নির্বাচিত সভাপতি শেখ ফজলে ফাহিম, সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, নির্বাচিত ৬ জন সহ-সভাপতিসহ পরিচালকরা এদিন দুপুরে এফবিসিসিআই ভবনের মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের দায়িত্ব গ্রহণ করবেন। এফবিসিসিআই নির্বাচন বিধিমালা অনুযায়ী, ২০১৯-২০২১ মেয়াদে চেম্বার গ্রম্নপ থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন। শেখ ফজলে ফাহিম গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে আগামী দু'বছরের জন্য সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. মুনতাকিম আশরাফ। এছাড়াও চেম্বার এবং অ্যাসোসিয়েশন গ্রম্নপ থেকে ৩ জন করে আরও মোট ৬ জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তারা হলেন- বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মিসেস হাসিনা নেওয়াজ, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দিলীপ কুমার আগরওয়ালা, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মো. রেজাউল করিম রেজনু, বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশনের মীর নিজাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ গামেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মো. সিদ্দিকুর রহমান ও বাংলাদেশ সেকেন্ডারি কোয়ালিটি টিনপেস্নট ইম্পোর্টার্স এন্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নিজাম উদ্দিন রাজেশ। উলেস্নখ্য, শেখ ফজলে ফাহিম দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের ২৪তম সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।