বিশ্ববাজারে তেলের দাম নিয়ে শঙ্কা কাটছে না

প্রকাশ | ১৯ মে ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্বজুড়ে নতুন কোনো সংকট তৈরি হয়নি। কিন্তু অশোধিত জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা কমার ইঙ্গিত মেলেনি। বরং অনিশ্চয়তার জেরে বিশ্ববাজারে টানা তিন দিন ঊর্ধ্বমুখী তেলের দর। গতকাল শুক্রবার ব্যারেলপ্রতি প্রায় ৭৩ ডলারের কাছাকাছি পৌঁছায়। সাপ্তাহিক দর বৃদ্ধির হার গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। খবর রয়টার্স। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও তাদের সহযোগী দেশগুলোর জুন পর্যন্ত উৎপাদন ছাঁটাইয়ের সিদ্ধান্তে ইতোমধ্যেই চলতি বছরে তেলের দর ৩০ শতাংশ বেড়েছে। এর উপরে ইরানের তেল আমদানিতে ভারতসহ আট দেশকে দেওয়া ছাড় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজ ও দুটি পাম্পিং স্টেশনে ড্রোন হামলার জেরে পাইপলাইন সাময়িক বন্ধ রাখতে হয়েছিল সৌদি অ্যারামকোকে। অপর পক্ষে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ভান্ডার ২০১৭ সালের পরে এখন সর্বোচ্চ।