জীবন বীমা কর্পোরেশনের নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। বুধবার পরিচালনা বোর্ডের সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে জেবিসিতে আসলে এক মতবিনিময় সভায় ম্যানেজিং ডাইরেক্টর মো. মুহিবুজ্জামান (অতিরিক্ত সচিব) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এই সময় কর্পোরেশনের অগ্রগতির বিভিন্ন দিক তার সামনে তুলে ধরা হলে তিনি অনেক বিজ্ঞ পরামর্শ প্রদান করেন। এতে তিনি কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি ও নিয়োগ নিয়মিত করতে ম্যনেজিং ডাইরেক্টরকে নির্দেশ দেন। তিনি কর্পোরেশনের সমৃদ্ধির জন্য সব কর্মকর্তাকে সাহস ও সততা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এ সময় জীবন বীমা জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-২০৭৭) এর কার্যকরী সভাপতি ও রূপনগর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সামছুল আলম মিন্টু এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবীর কর্মচারীদের পক্ষে নবনিযুক্ত চেয়ানম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ৯ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ৩ বছরের জন্য জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগদান করে। বিজ্ঞপ্তি