আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে ব্যাংক এশিয়া-পিএলসি চালু করেছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যাপ 'আমার হিসাব-কিতাব'। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো ও চ্যানেল ব্যাংকিং প্রধান মোহাম্মদ জিয়াউল হাসান মোলস্না গত ২৬ অক্টোবর ঢাকার সাভারে মির্জাপুরস্থ গণস্বাস্থ্য পিএইচএ-তে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অ্যাপটি উদ্বোধন করেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা প্রধান, এজেন্ট, মাইক্রো মার্চেন্ট, মাঠ কর্মকর্তা এবং তৈরি পোশাক শিল্পের কর্মকর্তারা প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন, যাতে তারা পরবর্তীতে অ্যাপটির ব্যবহার বিধি ও উপযোগিতার ওপর পোশাক শিল্প কর্মী ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে তুলতে পারেন। বিজ্ঞপ্তি