বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো পোশাক শিল্প। দেশীয় প্রতিষ্ঠানগুলো শুধু দেশের বাজারে নয়, আন্তর্জাতিক পর্যায়েও বিশাল পরিমাণ পোশাক রপ্তানি করছে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে, দেশের পোশাক কারখানাগুলো ক্রমাগত আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে।
দেশের শীর্ষস্থানীয় আ্যাপারেল প্রতিষ্ঠান এমএনআর সোয়াটার্স লিমিটেড পরিরেশবান্ধব পোশাক উৎপাদনে বৈশ্বিক স্বীকৃতি লাভ করেছে। তারা তাদের আধুনিক ফ্যাক্টরির জন্য 'এলইইডি' রেটিং সার্টিফিকেশনের আওতায় টেকসই গ্রীন বিন্ডিং নির্মাণের মাধ্যমে সম্মানজনক পস্ন্যাটিনাম সার্টিফিকেশন অর্জন করেছে।
এমএনআর-এর নতুন কারখানাকে আরও পরিবেশবান্ধব করতে ট্রাইটেকের অত্যাধুনিক এইচভিএসি সিস্টেম একটি অনুকরণীয় এবং কার্যকরী ভূমিকা পালন করেছে। সুপরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের আধুনিক কেন্দ্রীয় শীতাতপ প্রযুক্তির সমন্বিত ব্যবহারে কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদন, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং বিদু্যৎ সাশ্রয় নিশ্চিত হয়েছে।
শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে, 'সিস্টেম এয়ার' ব্র্যান্ডের 'এএইচইউ' এবং ওভাল ডাক্টওয়ার্কের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ফ্রেশ এয়ার সরবরাহ করা হয়েছে। এর ফলে ইনডোর এয়ার কোয়ালিটি (আইএকিউ) উন্নত হয়েছে এবং কর্মীদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশের সবচেয়ে বড় 'এইচভিএসি' কোম্পানি ট্রাইটেক তাদের আধুনিক প্রযুক্তি ও টেকসই সমাধানের মাধ্যমে ভবিষ্যতে আরও সম্ভাবনাময় প্রকল্পে কাজ করতে প্রতিশ্রম্নতিবদ্ধ, যা দেশের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। বিজ্ঞপ্তি