দর পতনের শীর্ষে আল-আরাফাহ্‌ ব্যাংক

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৫ শতাংশ বা ২ টাকা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৯১ বারে ৭ লাখ ৮৪ হাজার ৭৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৩ শতাংশ বা ৯০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ২০১ বারে ২৮ লাখ ৭৪ হাজার ১২০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২২ লাখ ৩২ হাজার টাকা। ড্যাফোডিল কম্পিউটার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৪ শতাংশ বা ৬ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬৩৯ বারে ৫ লাখ ৯২ হাজার ৩৯০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- মাইডাস ফিন্যান্স, ইউনাইটেড ফিন্যান্স, এফএএস ফিন্যান্স, প্রিমিয়ার ইন্সু্যরেন্স, প্যারামাইন্ট ইন্সু্যরেন্স, তাকাফুল ইন্সু্যরেন্স ও রূপালী ইন্সু্যরেন্স।