মোংলা ইপিজেডে দক্ষিণ কোরিয়ার ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

প্রকাশ | ২১ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান মেসার্স হোয়াসিন (বিডি) লিমিটেড ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি কসমেটিক্স এক্সেসরিজ শিল্প স্থাপন করতে যাচ্ছে। সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এই শিল্প বার্ষিক ৩০ কোটি পিস কসমেটিক্স মেকআপ ব্রাশ, কসমেটিক্স মেকআপ স্পঞ্জ, কসমেটিক্স বক্স ও কনটেইনার, কসমেটিক্স ব্যাগ, আয়না, নেইল ক্লিপারস, নেইল পলিশিং পেপার, টুইজারস, আইল্যাশ, কারলার ও এক্সেসরিজসামগ্রী উৎপাদন করবে। হোয়াসিন (বিডি) কারখানায় ১৪৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই উপলক্ষে ২০ মে ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও মেসার্স হোয়াসিন (বিডি) লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিলস্নুর রহমান এনডিসি এবং হোয়াসিন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কিম জংবো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি