আল-আরাফাহ্‌র খেলাপি বিনিয়োগ আদায়

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০

বিজ্ঞপ্তি
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি. এর আগ্রাবাদ শাখায় বিনিয়োগকৃত অর্থের মধ্যে খেলাপি বিনিয়োগ দায় হিসেবে বিবেচিত ১০০ কোটি টাকা আদায় হয়েছে। ৩ নভেম্বর এ উপলক্ষে আগ্রাবাদ শাখায় 'সেলিব্রেটিং দ্যা রিকভারি পারফর্মেন্স' শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনের মেন্টর মো. ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম, আগ্রাবাদ শাখা ব্যাবস্থাপক মো. শোয়েব ইসলাম চৌধুরী এবং ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি