বস্নক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন

প্রকাশ | ২২ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বস্নক মার্কেটে ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এ সব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, বস্নক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এক্সিম ব্যাংক। কোম্পানিটির মোট ১২ কোটি ৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার বস্নক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউসিবি। কোম্পানির ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার বস্নক মার্কেটে লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বস্নকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫ লাখ ৯৮ হাজার, ডরিন পাওয়ার ৮৩ লাখ ১০ হাজার, ফাইন ফুডস ৫ লাখ ১৪ হাজার, ইন্দো-বাংলা ফার্মা ৫ লাখ ৩৮ হাজার, ইনটেক লিমিটেড ৭ লাখ ৬৭ হাজার, রেনউইক যজ্ঞেশর ৬ লাখ ১০ হাজার, এসএস স্টিল ৭ লাখ ৬৮ হাজার এবং স্ট্যান্ডার্ড ইন্সু্যরেন্স ২০ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।