উত্তরা ব্যাংকের নতুন ডিএমডি আশরাফ উজ-জামান

প্রকাশ | ২২ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মো. আশরাফ-উজ-জামান
মো. আশরাফ-উজ-জামান সম্প্রতি উত্তরা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ লাভ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে নির্বাহী মহাব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। মো. আশরাফ-উজ-জামান ১৯৮৮ সালে প্রবেশনারী অফিসার হিসাবে উত্তরা ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক, বিভিন্ন জোনের আঞ্চলিক প্রধান এবং লোকাল অফিস, ঢাকার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। আশরাফ-উজ-জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে ১৯৮২ সালে অনার্স-সহ এমএ ডিগ্রি অর্জন করেন। তার জন্ম ১৯৬১ সালে। তিনি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মাজপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। বিজ্ঞপ্তি