দুই শ' শেয়ারে ৫টি শেয়ার দেবে মাইডাস ফাইন্যান্স

প্রকাশ | ২৪ মে ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে আড়াই শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা দুই শ'টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ৫টি সাধারণ শেয়ার পাবেন। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুলাই। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুন। সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৯ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৯৮ পয়সা। এদিকে আর্থিক খাতের এই কোম্পানিটি লভ্যাংশ ঘোষণার পাশাপাশি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৮ পয়সা। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা কমেছ ৭ পয়সা।