৭ হাজার কর্মী ছাঁটাই করবে ফোর্ড

প্রকাশ | ২৫ মে ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চলতি বছর আগস্টের শেষ নাগাদ ৭ হাজার বা বৈশ্বিক কর্মী বাহিনীর ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে ফোর্ড মোটর। বৃহত্তর সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি। এ পদক্ষেপের কারণে বিশ্বের দ্বিতীয় শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিবছর সাশ্রয় হবে ৬০ কোটি ডলার। খবর রয়টার্স। ফোর্ডের মুখপাত্র মারিস ব্র্যাডলি জানিয়েছেন, কর্মী ছাঁটাই ও দায়িত্ব পুনর্বণ্টন সংস্কার কার্যক্রমের অংশ। পিকআপ ট্রাক ও স্পোর্ট ইউটিলিটি বাহনের প্রতি ভোক্তাদের আগ্রহ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বেশির ভাগ সেডান মডেলের নির্মাণ বন্ধ করে দিয়েছে ফোর্ড। মারিস ব্র্যাডলি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২ হাজার ৩০০ কর্মী ছাঁটাই করা হতে পারে। তবে কোন কোন অঞ্চল থেকে কর্মী ছাঁটাই হবে, তা এখনো নির্দিষ্ট করা হয়নি। কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় ফোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম হ্যাকেট বলেছেন, প্রতিযোগিতামূলক বাজারে সফল হতে এবং দ্রম্নত পরিবর্তনশীল আগামীর জন্য ফোর্ডকে প্রস্তুত করতে আমাদের অবশ্যই আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে, ম্যানেজারদের ক্ষমতা বাড়াতে হবে, সিদ্ধান্ত গ্রহণ দ্রম্নততর করতে হবে, নজর দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের দিকে এবং ব্যয় হ্রাস করতে হবে। ৩ কোম্পানির লেনদেন বন্ধ রোববার যাযাদি রিপোর্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ২৬ মে, রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি ইসলামি ব্যাংক, ঢাকা ইন্সু্যরেন্স ও জনতা ইন্সু্যরেন্স। এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে।