এক্সিম ব্যাংকের ঋণমান 'এএ মাইনাস'

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট এক্সপোর্ট-ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে 'এএ মাইনাস' এবং স্বল্প মেয়াদে পেয়েছে 'এসটি-২'। ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে। এদিকে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৮৭ শতাংশ বা ১০ পয়সা কমে সর্বশেষ লেনদেন হয় ১১ টাকা ৪০ পয়সায়। লেনদেন শেষে সর্বশেষ দর ছিল ১১ টাকা ৩০ পয়সা। এদিন শেয়ারটির দর ১১ টাকা ৩০ পয়সা থেকে ১১ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা থেকে ১৪ টাকা ২০ পয়সায় ওঠানামা করে। ওইদিন ব্যাংকটির ১৩ লাখ ৩৮ হাজার ৭২৯টি শেয়ার ২৭৫ বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক কোটি ৫২ লাখ ৮২ হাজার টাকা। 'এ' ক্যাটেগরির এ কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ এক হাজার ৩৫২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট ১৪১ কোটি ২২ লাখ ৫১ হাজার ৬৮টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা/পরিচালকদের কাছে রয়েছে ৪০ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৯ দশমিক ৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী তিন দশমিক ৮৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে। স্টক লভ্যাংশ পাঠিয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক যাযাদি রিপোর্ট ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য অনুমোদিত বোনাস শেয়ার সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক। এ সময়ে ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ১ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৪৩ পয়সা। এদিকে চলতি ২০১৯ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ডাচ্‌-বাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৯ পয়সা। এ হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস কমেছে ২৫ দশমিক ৭১ শতাংশ। ৩১ মার্চ ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৭ টাকা ৭৯ পয়সা। ২০১৮ হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে এনএভিপিএস ছিল ৯৭ টাকা ৫৯ পয়সা।