সৌরবিদু্যৎ শিল্পকে ভর্তুকিমুক্ত করবে চীন

প্রকাশ | ২৬ মে ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক কয়েক বছরের মধ্যে চীনের সৌরশক্তি শিল্প ভর্তুকিমুক্ত হয়ে উঠবে বলে আশা করছেন শিল্পসংশ্লিষ্টরা। গত বছর চীন সরকার নিজেদের ভর্তুকি ব্যবস্থা কমিয়ে আনার একটি পরিকল্পনা ঘোষণা করে, যারপর দেশটি নিজেদের ফটোভোল্টিক খাতটি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া। চীনভিত্তিক এশিয়া ইউরোপ ক্লিন এনার্জি (সোলার) অ্যাডভাইজরির চীনা সৌরশক্তি শিল্পের বিশ্লেষণ উদ্ধৃত করে চায়না ডেইলি জানিয়েছে, ২০২১ সালের মধ্যে চীনের সৌরশক্তি শিল্প ভর্তুকিমুক্ত বাজারে রূপান্তরিত হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে সাম্প্রতিক বছরগুলোয় নবায়নযোগ্য বিদু্যতের প্রতি আগ্রহী হয়ে উঠেছে বিশ্বের শীর্ষ বৃহৎ অর্থনীতি চীন। ফলে দেশটিতে সৌর ও বাছুবিদু্যৎ শিল্প বিকাশে বেশকিছু নীতিমালা গ্রহণ করেছে দেশটির সরকার। চলতি বছর খাতসংশ্লিষ্ট একাধিক নীতিমালার রূপরেখা প্রকাশ করেছে চীন সরকার। বিশ্বের বৃহত্তম সৌরবিদু্যৎ বাজারে ভর্তুকিমুক্ত ফটোভোল্টিক প্রকল্প ত্বরান্বিত করার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো অপসারণের লক্ষ্যে এসব নীতিমালা গ্রহণ করা হচ্ছে। নীতিসহায়তার মাধ্যমে ভর্তুকি মুক্ত নতুন সৌর প্রকল্পগুলোর উন্নয়নের লক্ষ্যে চলতি বছরের এপ্রিলে কয়েকটি পরিকল্পনার ঘোষণা দেয় চীনের ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন (এনইএ)। এসব পরিকল্পনার মাধ্যমে সরকারি ভর্তুকি ছাড়াই নতুন প্রকল্পগুলোর উন্নয়ন সম্ভব হবে, যা দেশের সৌরবিদু্যতের বাজার ভর্তুকিমুক্ত নবায়নযোগ্য জ্বালানি বাজারে রূপান্তরিত হতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এনইএর তথ্যানুসারে, ২০২০ সালের মধ্যে যেসব ভর্তুকিমুক্ত পাইলট প্রকল্পগুলো চালু হবে, সেগুলো নির্দিষ্ট মূল্য ও শীর্ষ বিতরণ অগ্রাধিকারসহ ২০ বছরের বিদু্যৎ ক্রয়চুক্তির সুবিধা পাবে। জিয়ামিন ইউনিভার্সিটির চায়না সেন্টার ফর এনার্জি ইকোনমিকস রিসার্চের পরিচালক লিন বোকিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোয় চীনের ফটোভোল্টিক কোম্পানিগুলোকে বিদেশের বাজারগুলোয় সুযোগ অনুসন্ধানে তৎপর হতে দেখা গেছে। বিশেষ করে যেসব দেশ ও অঞ্চল বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে অংশগ্রহণ করেছে, কোম্পানিগুলো সেসব অঞ্চলে সুযোগ খুঁজছে। ন্যাশনাল বু্যরো অব স্ট্যাটিস্টিকসের পরিসংখ্যান অনুসারে, চলতি বছর চীনে সৌরবিদু্যৎ উৎপাদনে বছরওয়ারি দ্রম্নততম প্রবৃদ্ধি দেখা গেছে। ২০১৯ সালের প্রথম প্রান্তিকে সৌরবিদু্যৎ উৎপাদন প্রবৃদ্ধি বছরওয়ারি ১২ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। এর বিপরীতে প্রথম প্রান্তিকে দেশটির বিদু্যৎ উৎপাদন বছরওয়ারি ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।