এনসিসি ব্যাংকের উদ্যোগে ব্যামেলকোদের জন্য 'মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ' শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন ৭ ডিসেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মো. রাফাত উলস্না খান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় অন্যানের মধ্যে বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মো. মোশাররফ হোসেন ও মো. হাফিজুর রহমান খান, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. মাহবুব আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি ও ডেপুটি ক্যামেলকো মো. বাকের হোসেন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধান, করপোরেট শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য শীর্ষ নির্বাহী এবং সিসিইউ'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ১২৮ জন ব্যামেলকো অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি