আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০৭তম সভায় বাহিনী প্রধানের অন্যতম বার্তা :ব্যাংকের নামের 'উন্নয়ন' শব্দটিকে বিস্তৃত করতে হবে তৃণমূলের আর্থসামাজিক উন্নয়নে, যেখানে আনসার-ভিডিপি ক্লাব সমিতি হবে সব কার্যক্রমের প্রাণকেন্দ্র। ১৯৯৫ সালে একটি বিশেষায়িত ব্যাংক হিসেবে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৬ সালের ১০ জানুয়ারি এটির কার্যক্রম শুরু হয়। সভায় বাহিনীর মহাপরিচালক দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নতুন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই কার্যক্রমের একটি অন্যতম অংশ হলো- ব্যাংকের সঙ্গে ভিডিপি ক্লাব সমিতিকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করা। আনসার-ভিডিপি ক্লাব থাকবে আনসার-ভিডিপি কো- অপারেটিভ সোসাইটির (আভিকো) তত্ত্বাবধানে, যেখানে জেলা কমান্ড্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তারা ক্লাব পরিচালনার প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি