সোনালী ব্যাংকে খেলাপি ঋণ আদায় ও ঋণ বিতরণ-বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে খেলাপি ঋণ আদায়, নতুন ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিট্যান্স আহরণ-সংক্রান্ত বিশেষ কর্মসূচি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০ ডিসেম্বর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সব জেনারেল ম্যানেজার, স প্রিন্সিপাল অফিসপ্রধান ও শাখাপ্রধান অংশ নেন। সভায় এমডি অ্যান্ড সিইও খেলাপি ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি