ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল রফতানি কমেছে

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
ইন্দোনেশিয়া থেকে অক্টোবরে পাম অয়েল রফতানি কমেছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির পাম অয়েল অ্যাসোসিয়েশন গ্যাপকি। ইন্দোনেশিয়া থেকে অক্টোবরে পাম অয়েল রফতানি কমেছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির পাম অয়েল অ্যাসোসিয়েশন গ্যাপকি। খবর বিজনেস রেকর্ডার। গ্যাপকি জানায়, পরিশোধিত পণ্যসহ অক্টোবরে ইন্দোনেশিয়ার মোট পাম অয়েল রফতানির পরিমাণ ছিল ২৮ লাখ ৯০ হাজার টন, গত বছরের একই সময় যা ছিল ৩০ লাখ ১০ হাজার টন। তবে অক্টোবরে দেশটির পাম অয়েল রফতানি সেপ্টেম্বরের সংশোধিত ২২ লাখ ৬০ হাজার টনের তুলনায় বেড়েছে। বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া। অক্টোবরে দেশটিতে পণ্যটির উৎপাদন এর আগের মাসের তুলনায় ১০ শতাংশ বেড়ে মোট ৪৪ লাখ ২০ হাজার টনে পৌঁছেছে। ইন্দোনেশিয়ায় সম্প্রতি পাম অয়েলের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে। এ কারণে অক্টোবরের শেষে পণ্যটির মজুদও কমেছে। গ্যাপকির দেয়া তথ্যানুসারে, এ সময় দেশটির মজুদের পরিমাণ ছিল ২৫ লাখ ১০ হাজার টন, আগের মাসে যা ছিল ২৬ লাখ ২০ হাজার টন।