শাহ্‌জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শাহ্‌জালাল ইসলামী ব্যাংক এর পৃষ্ঠপোষকাতায় ২৭ ডিসেম্বর ২০২৪ইং তারিখে জাতীয় টেনিস কমপেস্নক্স, রমনায় "শাহ্‌জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪" এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে পূর্বানী গ্রম্নপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি জনাব আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্‌ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খাঁন (পুটন), সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার (সোহেল), শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ, ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলামসহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি