এমিরেটস এয়ারলাইন আগামী ৮ জানুয়ারি থেকে দুবাই-কুয়েত এবং দুবাই-বাহরাইন রুটে ফ্লাইট পরিচালনার জন্য সদ্য তাদের বহরে যুক্ত এয়ারবাস এ৩৫০ ব্যবহার করবে। এগুলো হবে এ৩৫০ দ্বারা পরিচালিত দ্বিতীয় ও তৃতীয় গন্তব্য। তিন শ্রেণি বিশিষ্ট নতুন এই উড়োজাহাজগুলোতে ৩১২টি যাত্রী আসন রয়েছে, যার মধ্যে বিজনেস শ্রেণিতে ২১টি, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি শ্রেণীতে যথাক্রমে ২১টি ও ২৫৯টি। এমিরেটস এ৩৫০ এ যুক্ত হয়েছে বেশ নতুন কিছু বৈশিষ্ট্য যেমন প্রতিটি কেবিনের ছাদগুলো অপেক্ষাকৃত উঁচু, আইলগুলো অধিকতর প্রশস্থ এবং এর সাথে রয়েছে নতুন প্রযুক্তি, দ্রম্নততর ওয়াইফাই এবং ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় যাত্রীদের জন্য সিনেম্যাটিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ। ইনফ্লাইট ব্যবস্থাটি আরও উন্নত এবং এতে থাকছে আরও অধিক সংখ্যক বিনোদন কন্টেন্ট। এমিরেটস বর্তমানে কুয়েতে প্রতি সপ্তাহে ২৯টি এবং বাহরাইনে ২২টি ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি