সাস্টেইনিবিলিটি এবং জলবায়ু সংক্রান্ত আর্থিক তথ্যবিষয়ক কর্মশালা

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে সাস্টেইনিবিলিটি এবং জলবায়ু সংক্রান্ত আর্থিক তথ্য প্রকাশ বিষয়ে দুই দিনের একটি কর্মশালার উদ্বোধন করা হয়েছে। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক এবং পরিবেশগত সহনশীলতা নিশ্চিতকরণে টেকসই আর্থিক চর্চার বিষয়ে কর্মশালায় সমন্বিত ভিশনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। জয়েন্ট ইমপ্যাক্ট মডেল ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। ইস্টার্ন ব্যাংক, ইউকে ইন্টারন্যাশলান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কৌশলগত পার্টনার হিসেবে আয়োজনে সহায়তা করে। এফসিডিও অর্থায়নকৃত ইম্প্যাক্ট (ওগচঅঈঞ) প্রোগ্রামের অধীনে বিআইআই ওয়ার্কশপটির পৃষ্ঠপোষকতা করে। বাংলাদেশ ব্যাংকের টেকসই আর্থিক বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী টেকসই উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের দৃঢ় অঙ্গীকার পুনব্যাক্ত করেন। আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য সাস্টেইনিবিলিটি সংক্রান্ত তথ্য প্রকাশ (ওঋজঝ-ঝ১) এবং জলবায়ু সংক্রান্ত আর্থিক তথ্য প্রকাশের (ওঋজঝ-ঝ২) ক্ষেত্রে প্রয়োজনীয় টু্যলস প্রাপ্তিতে এজাতীয় কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের একাংশকে ছবিতে দেখা যাচ্ছে (বাম থেকে ডানে) ইস্টার্ন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান সাইফুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট ব্যাংকিং প্রধান রিয়াদ মাহমুদ চৌধুরী; জেএমআই ফাউন্ডেশনের স্টেকহোল্ডার ম্যানেজার রেবেকাহ শার্প, বিডি ফাইন্যান্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কায়সার হামিদ; বাংলাদেশ ব্যাংকের এসএফডি'র অতিরিক্ত পরিচালক আহমেদ যুবায়ের মাহবুব; বিআইআই টেকনিক্যাল এসিস্টেন্স ফ্যাসিলিটি ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস গ্রম্নপের ডেলিভারি লীড কংগনা শর্মা, আইএফসি'র ইএসজি কর্মকর্তা লোপা রহমান, বাংলাদেশ ব্যাংকের এসএফডি বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং জিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলেক্স ম্যাকগিলিভ্রে। বিজ্ঞপ্তি