স্যাম-বন্ডের বার্ষিক সেলস কনফারেন্স
প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
দেশের শীষস্থানীয় কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেড এর ব্র্যান্ড স্যাম বন্ড এর বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ উদযাপিত হলো ব্র্যাক সিডিএম সাভার, ঢাকায়। জানুয়ারি ১৮ এবং ১৯ দুইদিন ব্যাপী অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান উদযাপিত হয়। সারাদেশের সেলস টিমের সদস্য এবং পরিবেশকগণ এই সম্মেলনে যোগদেন। অনুষ্ঠানে স্যাম-বন্ডের ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্য উদযাপন করা হয়। এছারা ব্যবসায় সম্প্রসারণে পরিবেশকদের অবদানকে স্বীকৃতি প্রদান এবং কোম্পানির ভবিষ্যৎ কর্মপন্'া ঘোষণা করা ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য। সামুদা স্পেক কেম এর হেড অফ সেলস এন্ড মার্কেটিং এ.কে.এম মাহমুদুল হাসান তার উদ্বোধনী বক্তব্যে কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য উলেস্নখ করেন এবং তা অর্জনের জন্য নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। হেড অফ অপারেশন মিজানুর রহমান তার বক্তব্যে সর্বোচ্চ মানের পণ্য সরবরাহের নিশ্চয়তা প্রদান করেন।
চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস পরিবেশকদের অবদানকে স্বীকৃতি প্রদান করেন এবং একসাথে বিশ্বাসের সাথে উন্নতির পথে চলতে আহবান জানান।
সামুদা স্পেক কেম লিমিটেড এর সম্মানিত এডভাইসর নাসিম আনোয়ার সকল কর্মী ও ব্যবসায়ীক সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একসাথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন।
সামুদা স্পেক কেম লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মোস্তফা হায়দার কোম্পানির লক্ষ্য অর্জনে সেলস টিম ও পরিবেশকদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্বরণ করেন।
এরপর বিভিন্ন ক্যাটেগরিতে লক্ষ্য অর্জনের জন্য সেলস টিম এবং পরিবেশকদের পুরষ্কৃত করা হয়। টিম বিল্ডিং এর অংশ হিসেবে ফুটবল ও ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। এছাড়ার্ যাফেল ড্র এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এই প্রোগ্রামের অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানে সামুদা স্পেক কেম লিমিটেড এর হেড অফ এইচ আর এন্ড এডমিন মো: মুসফিকুল আজমসহ উর্ধতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি