কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে দেশবন্ধু গ্রম্নপের পক্ষ থেকে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে জেলার হতদরিদ্র দুই শতাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শফি খান, প্রেসক্লাব সভাপতি রাজু মুস্তাফিজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ইউনুস আলী, বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান, দেশবন্ধু গ্রম্নপের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী ম্যানেজার শফিকুল আযম, দেশবন্ধু গ্রম্নপের সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম রেজা, ফজলে ইলাহী স্বপন, তৌহিদুল ইসলাম ঠান্ডা, ওয়াহেদুজ্জামান তুহিন, রেজাউল করিম, মিজানুর রহমান মিন্টু, শাহিন আহমেদ, নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দেশবন্ধু গ্রম্নপের উদ্যোগে যাত্রাপুর ইউনিয়নের খাসের চড় ও আইরমারির চড়ে তিন শতাধিক অসহায়, হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি