খামারবাড়িতে পূবালী ব্যাংকের 'ইসলামী ব্যাংকিং কর্নার'

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে সকল শাখায় 'ইসলামী ব্যাংকিং কর্নার' স্থাপনের কার্যক্রম পরিচালনা করছে। এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সকল সেবা গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় বুধবার (২২ জানুয়ারি) পূবালী ব্যাংক পিএলসি খামারবাড়ি শাখা, ঢাকায় একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব 'ইসলামী ব্যাংকিং কর্নার' উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল আলম, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ডঃ মোঃ সাহিনুল ইসলাম, পরিচালক (হর্টিকালচার উইং) এস. এম. সোহরাব উদ্দিন, সাবেক মহাপরিচালক মোঃ আসাদুলস্নাহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খামারবাড়ি শাখার সহকারী মহাব্যবস্থাপক বদরুল ইসলাম। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি