যমুনা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা ১৬ জুন

প্রকাশ | ০৮ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ১৬ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে যমুনা ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। যমুনা ব্যাংকের ১৬ জুন সকাল ১০টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত পুলিশ কনভেনশন হলে এজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৫ মে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। সমাপ্ত হিসাব বছরে সম্মিলিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৮ শেষে সম্মিলিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৫ টাকা ১২ পয়সায়। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৭৪ পয়সা সম্মিলিত ইপিএস দেখিয়েছে ব্যাংকটি। আগের বছর একই সময়ে তা ছিল ৪৫ পয়সা। ৩১ মার্চ ২০১৯-এ সম্মিলিত এনএভিপিএস দাঁড়ায় ২৪ টাকা ৫৪ পয়সায়। ডিএসইতে যমুনা ব্যাংক শেয়ারের সমাপনী দর ছিল ১৮ টাকা ৩০ পয়সা, আগের কার্যদিবসে। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ২১ টাকা ৮০ পয়সা ও সর্বনিম্ন ১৩টাকা ৬০ পয়সা।