মার্কিন শুল্কারোপ নিয়ে উদ্বেগে এশিয়ার শেয়ারবাজারে পতন

প্রকাশ | ০৮ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনার মধ্যে চলতি বছরের সবচেয়ে বাজে একটি মাস কাটাচ্ছে বিশ্বের শেয়ারবাজারগুলো। ওয়াল স্ট্রিটের ধারাবাহিক পতনের মধ্যে গতকাল বড় ধস দেখা গেছে এশিয়ার শেয়ারবাজারগুলোতে। বাণিজ্য উত্তেজনা নিয়ে উদ্বেগের মধ্যে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদকেই বিকল্প হিসেবে বেছে নিয়েছে। খবর এএফপি, রয়টার্স। সাম্প্রতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বাণিজ্যযুদ্ধ নিয়ে চিন্তিত বিনিয়োগকারীদের উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকান পণ্যের ওপর শুল্কারোপের হুমকি। অবৈধ অভিবাসন বন্ধে মেক্সিকোর ওপর চাপ বাড়াতে গত সপ্তাহে দেশটির পণ্যের ওপর ক্রমান্বয়ে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন ট্রাম্প। ১০ জুন থেকে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর ৫ শতাংশ শুল্ক বাস্তবায়নের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। পরে ১ জুলাই থেকে মেক্সিকান পণ্যের আমদানি শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করা হবে। এরপর ১ অক্টোবরের মধ্যে শুল্ক বেড়ে ২৫ শতাংশ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৫ শতাংশ করে শুল্ক বাড়ানো হবে। মেক্সিকো অবৈধ অভিবাসীর প্রভাব উলেস্নখযোগ্যভাবে বন্ধ না করা পর্যন্ত স্থায়ীভাবে ২৫ শতাংশ শুল্ক বহাল থাকবে বলে হোয়াইট হাউজ জানিয়েছে। রোববার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের অপব্যবহারকারী বলে উলেস্নখ করেছেন। তিনি বলেন, দেশটি শুধু নিচ্ছে কিন্তু কিছুই দিচ্ছে না। মেক্সিকোর পণ্যের ওপর শুল্কারোপের হুমকির পর পরই ভারতের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ভারতের বাজারে মার্কিন পণ্যের প্রবেশাধিকার বাড়াতে নয়াদিলিস্নর ওপর চাপ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের নেয়া পদক্ষেপগুলো বাজারকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইকুইটির বদলে নিরাপদ সম্পদগুলোয় বিনিয়োগ স্থানান্তর করার হার বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতির মধ্যে গতকাল জাপানি শেয়ারগুলোতে বড় পতন দেখা গেছে। মধ্যাহ্ন বিরতির আগে টোকিওর প্রধান সূচক নিক্কেই ২২৫ ইনডেক্স ১ দশমিক ২ শতাংশ হারিয়ে ২০ হাজার ৩৬১ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়ায়। একই সময় হংকংয়ের হ্যাং সেং সূচকে দশমিক ৫ শতাংশ, সাংহাই কম্পোজিটে দশমিক ৬ শতাংশ পতন দেখা গেছে। এছাড়া এশিয়ার অন্যান্য বাজারের মধ্যে সিউল দশমিক ৯ শতাংশ হারালেও পরে দশমিক ৬ শতাংশ ফিরে পায়। সিঙ্গাপুর দশমিক ২ শতাংশ হারিয়েছে। সকালের লেনদেনে জাপান বাদে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্রড এমএসসিআই সূচকে সামান্য পরিবর্তন দেখা গেলেও সূচকটি এখন পর্যন্ত চার মাসের সর্বনিম্নেই রয়েছে। এর বাইরে চীনা শেয়ারগুলোর সিএসআই ৩০০ সূচকে দশমিক ৯ শতাংশ উত্থান দেখা গেছে।