রেপো রেট কমাল ভারতের কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশ | ০৯ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক বাজারের প্রত্যাশা অনুযায়ীই আরও একবার রেপো রেট কর্তন করল ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। বৃহস্পতিবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ করার ঘোষণা দিয়েছে ব্যাংকটি। চলতি ক্যালেন্ডার বছরে এ নিয়ে তৃতীয় দফা সুদহার কমাল আরবিআই। খবর বিজনেস স্ট্যান্ডার্ড, লাইভমিন্ট, সিনহুয়া। রেপো রেট বলতে কেন্দ্রীয় ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে সুদহারে ঋণ দিয়ে থাকে, তা বোঝায়। রেপো রেট হ্রাস পাওয়ায় করপোরেট ও ব্যক্তিগত ঋণগ্রহীতাদের ঋণ ব্যয় কমার কথা। কিন্তু এর আগের সুদহার কর্তনের ক্ষেত্রে দেখা গেছে, ভারতীয় ব্যাংকগুলো গ্রাহকদের এ সুবিধা দিতে ততটা আগ্রহী নয়। এদিকে ভারতের লোকসভা নির্বাচন শেষে নতুন সরকার গঠনের পর গত সপ্তাহে প্রথম বৈঠকে আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটি (এমপিসি) নিজেদের নীতিগত অবস্থান পরিবর্তন করে 'শিথিল/সমঝোতামূলক' করেছে। এর আগে কমিটি 'নিরপেক্ষ' অবস্থান গ্রহণ করেছিল। এতে এবার সুদহার কর্তন ও নীতি অবস্থানের ক্ষেত্রে কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়। এর আগে সুদহার কর্তনের সময় কমিটি ৪-২ ভোটে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এ দফায় কেন্দ্রীয় ব্যাংক সুদহার ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্টের মধ্যে কর্তন করবে বলে অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা আশা করেছিলেন। বিশেষ করে সাম্প্রতিক প্রান্তিকগুলোয় ভারতের মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে আরবিআইয়ের সুদহার কর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। গত সপ্তাহে ভারতের সেন্ট্রাল স্ট্যাটিস্টিকস অফিসের (সিএসও) প্রকাশিত পরিসংখ্যানে চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনীতিটির জিডিপি প্রবৃদ্ধি মন্থর হতে দেখা গেছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে (২০১৮-১৯ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে) ভারতের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ শতাংশ। কৃষি ও ম্যানুফ্যাকচারিং খাতের দুর্বল পারফরম্যান্সের কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি মন্থর হয়েছে বলে জানিয়েছে সিএসও। এছাড়া সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০১৮-১৯ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ শতাংশ, যা ২০১৪-১৫ অর্থবছরের পর সবচেয়ে মন্থর।