জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৯ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : বাংলাকে কে 'জান্নাতাবাদ' বলে ঘোষণা করেন? উত্তর : সম্রাট হুমায়ুন। প্রশ্ন : ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? উত্তর : শেরশাহ। প্রশ্ন : 'গ্রান্ড ট্রাঙ্ক রোড' কে নির্মাণ করেন? উত্তর : শেরশাহ। প্রশ্ন : 'দাম' নামক মুদ্রা দিলিস্নর কোন সুলতানের সময় প্রচলিত ছিল? উত্তর : শেরশাহ। প্রশ্ন : আকবর দিলিস্নর সিংহাসনে বসার সময় তার বয়স কত? উত্তর : ১৩ বছর। প্রশ্ন : সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম কি? উত্তর : দীন-ই-ইলাহী। প্রশ্ন : কার আমলে সমগ্র বাংলা 'সুবহ-ই-বাঙ্গালাহ' নামে পরিচিত ছিল? উত্তর : সম্রাট আকবর। প্রশ্ন : কোন মুঘল সম্রাট 'জিজিয়া কর' রহিত করেন? উত্তর : সম্রাট আকবর। প্রশ্ন : সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? উত্তর : টোডরমল। প্রশ্ন : 'অমৃতসর' স্বর্ণ মন্দির কোন সম্রাটের আমলে তৈরী হয়? উত্তর : সম্রাট আকবরের। প্রশ্ন : কোন মোঘল সম্রাট 'বুলান্দ দরওয়াজা' নির্মাণ করেন? উত্তর : সম্রাট আকবর। প্রশ্ন : আকবর কোন রাজপুত রমণীর পাণি গ্রহণ করেছিলেন? উত্তর : জোধা বাঈ। প্রশ্ন : সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? উত্তর : সেকেন্দ্রায়। প্রশ্ন : কোন মুঘল সম্রাট চৎরহপব ড়ভ ইঁরষফবৎং নামে খ্যাত? উত্তর : সম্রাট শাহজাহান। প্রশ্ন : দিলিস্নর 'দেওয়ান-ই-আম' ও 'দেওয়ান-ই-খাস' নির্মাণ করেন কে? উত্তর : সম্রাট শাহজাহান। প্রশ্ন : আগ্রার জামে মসজিদ নির্মাণ করেন কে? উত্তর : সম্রাট শাহজাহান। প্রশ্ন : ময়ূর সিংহাসনের নির্মাতা কে ছিলেন? উত্তর : সম্রাট শাহজাহান। প্রশ্ন : ময়ূর সিংহাসন কে লুণ্ঠন করেন? উত্তর : পারস্যের নাদির শাহ (১৭৩৯)।