সাউথইস্ট ব্যাংকের ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড উদ্বোধন

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
সাউথইস্ট ব্যাংক পিএলসি. তাদের সম্মানিত গ্রাহকদের জন্য "প্রিমিয়াম ভিসা সিগনেচার" ক্রেডিট কার্ড উদ্বোধন করেছে, যা উচ্চ আয়ের পেশাজীবী, কর্পোরেট কর্মকর্তা এবং ঘন ঘন ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে কার্ডটির উদ্বোধন করা হয়, যেখানে ব্যাংক ও ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন বলেন, "আমাদের লক্ষ্য সবসময় গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুবিধাসম্পন্ন আর্থিক সেবা প্রদান করা।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ,নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী, এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি