প্রাইম ব্যাংকের সঙ্গে করল ডাবর বাংলাদেশ চুক্তি
প্রকাশ | ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর কম্প্রিহেনসিভ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি। এই চুক্তির আওতায়, দেশের মধ্যে সকল ধরনের আর্থিক লেনদেন করতে ডাবর বাংলাদেশ এখন থেকে প্রাইম ব্যাংকের ডিজিটাল চ্যানেল প্রাইমপে ব্যবহার করতে পারবে। পাশাপাশি দেশব্যাপী প্রাইম ব্যাংকের শাখা ব্যবহার করে নিজেদের পণ্য বিক্রির অর্থ সংগ্রহ করতে পারবে। প্রাইম ব্যাংক পিএলসি'র এসইভিপি সাজিদ রহমান এবং ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ফাইন্যান্স কন্ট্রোলার রাকেশ হামিরওয়াসিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি