প্রিমিয়ার ব্যাংকের ঋণমান 'ডাবল এ পস্নাস'

প্রকাশ | ১০ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে 'ডাবল এ পস্নাস' ও স্বল্পমেয়াদে 'এসটি-ওয়ান'। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত ও চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে এআরজিইউএস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছর ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৬ পয়সা। ৩১ ডিসেম্বর সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৯ টাকা ২৭ পয়সা, এক বছর আগে যা ছিল ১৬ টাকা ৪৫ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকের সম্মিলিত ইপিএস হয়েছে ৫৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ পয়সা। ৩১ মার্চ সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৮৩ পয়সা, এক বছর আগে যা ছিল ১৬ টাকা ৭৯ পয়সা। সম্প্রতি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে নতুন করে ৫০০ কোটি টাকার নন-কনভার্টিবল সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ। ব্যাসেল থ্রি নীতিমালার টিয়ার টু ক্যাটাগরির অধীনে তহবিল সংগ্রহের জন্য ব্যাংকটি এ বন্ড ইসু্য করবে। এর মাধ্যমে রেগুলেটরি ক্যাপিটাল সাপোর্ট অর্জনের লক্ষ্য রয়েছে তাদের। ২০১৭ হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল প্রিমিয়ার ব্যাংক। সে বছর ইপিএস হয় ২ টাকা ৮৩ পয়সা।