বায়ুবিদু্যতে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে এনএমডিসি এনার্জি

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

অর্থ-বাণিজ্য ডেস্ক
অফশোর উইন্ড এনার্জি বা উপকূলীয় বায়ুবিদু্যৎ খাতে প্রবেশ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এনএমডিসি এনার্জি। একসময় ন্যাশনাল পেট্রোলিয়াম কনস্ট্রাকশন কোম্পানি (এনপিসিসি) নামে পরিচিত কোম্পানিটি একটি অফশোর ভেসেল নির্মাণসহ নতুন প্রকল্পে প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে এনএমডিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল ধাহেরি। খবর দ্য ন্যাশনাল। এক আলাপচারিতায় আহমেদ আল ধাহেরি বলেন, 'গুরুত্বপূর্ণ এ খাত আরো সম্প্রসারণে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা এখন ডেডিকেটেড অফশোর ভেসেল নির্মাণে শিপইয়ার্ডের সঙ্গে আলোচনা করছি। এতে প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগ হতে পারে।' এ বিনিয়োগ পরিকল্পনার মধ্যে রয়েছে টাওয়ার, বেস্নড ও টারবাইন ইনস্টলেশনের জন্য জ্যাক-আপ বার্জ বাবদ খরচ এবং পরবর্তী সময়ে অফশোর উইন্ড প্রকল্পে পরস্পর সংযুক্ত কেবল বসানোর জন্য একটি জাহাজ। নতুন এ প্রকল্পের জন্য টোটালএনার্জি, ইডিএফ, আরডবিস্নউই ও আইবারড্রোলার মতো আন্তর্জাতিক এনার্জি জায়ান্টের সঙ্গে এনএমডিসি যোগাযোগ করছে। তবে অংশীদারত্বের বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না আল ধাহেরি। তবে প্রচলিত জ্বালানি ব্যবস্থাপনার বিপরীতে পরিবেশবান্ধব খাতে সম্ভাবনা দেখার কথা জানান তিনি। আহমেদ আল ধাহেরি বলেন, 'আমরা উপকূলীয় বায়ুবিদু্যতে সম্ভাবনা দেখছি। এটি আমাদের ভবিষ্যৎ ব্যবসা এবং আয়ের একটি বড় অংশ হয়ে উঠতে পারে।' এনএমডিসি এখনো পর্যন্ত অনশোর ও অফশোর জ্বালানি তেল ও গ্যাস শিল্পে প্রকৌশল, কেনাকাটা ও অবকাঠামো নির্মাণসংক্রান্ত পরিষেবার জন্য পরিচিতি। বায়ুবিদু্যৎ খাতে তাদের একমাত্র অবদান হলো তাইওয়ানের ইয়ুলিন অফশোর উইন্ড ফার্মের সঙ্গে সংযুক্তি।