কুনমিং গেছেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ | ১১ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্‌?শি কুনমিং গেছেন। কুনমিংয়ে অনুষ্ঠিতব্য সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামের সভায় যোগ দেবেন তিনি। সোমবার বেলা ২টা ৩০ মিনিটে তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। চীনের ইউনান প্রদেশের গভর্নর রুআন চেংফার আমন্ত্রণে তিনি এ ফোরামে সভায় যোগদান করছেন বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সূত্র জানায়, চীনের কুনমিংয়ে ১২-১৮ জুন 'সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া কমোডিটি এক্সপো অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ার অ্যান্ড সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম-২০১৯' অনুষ্ঠিত হচ্ছে। সাইড ইভেন্ট হিসেবে ১০-১১ জুন 'সেকেন্ড চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম' অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণে চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে সহযোগিতা বাড়বে। বাণিজ্যমন্ত্রী ১২ জুন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া কমোডিটি এক্সপো অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন।