পুঁজিবাজারে থাকছে কালো টাকা সাদার সুযোগ

প্রকাশ | ১১ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
পুঁজিবাজার, আবাসন এবং শিল্পখাতে বিনিয়োগ বাড়াতে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে আসছে বাজেটে। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ১০ শতাংশ হারে কর দিয়ে অপ্রদর্শিত অর্থ অর্থাৎ কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে বিদেশে টাকা পাচার কমবে। পাশাপাশি দেশের এই তিন সেক্টরে বিনিয়োগ বাড়বে। তাতে দেশ ও জনগণ লাভবান হবে। নতুন করে কর্মসংস্থান হবে। তবে এসব সুযোগের পরও কালো টাকা দেশের অর্থনীতিতে খুব বেশি আসে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। সূত্র জানায়, চলমান সঙ্কট নিরসনের পাশাপাশি পুঁজিবাজারকে চাঙ্গা করতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে। কারণ দেশের পুঁজিবাজার এখনো সেভাবে অবদান রাখতে পারছে না। এছাড়া বিনিয়োগকারীদের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশের ওপর কোনো কর না রাখার সুযোগও থাকছে বাজেটে। বর্তমানে আস্থা ও তারল্য সঙ্কটে দেশের পুঁজিবাজার বিপর্যস্ত হয়ে পড়েছে। এখানে সাড়ে ২৮ লাখ বিনিয়োগকারী চরম হতাশার মধ্যে দিন পার করছেন।