১২ ফেব্রম্নয়ারি, ঢাকা: অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্স সম্পন্ন নতুন এক্সবেস্নড পিজিএম-এফ আই বাজারে আনল বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, যা ১৬০ সিসির সেগমেন্টে আরেকটি নতুন মাইলফলক। এই মোটরসাইকেল হোন্ডার বাংলাদেশি রাইডারদের সাশ্রয়ী ও গতিশীল সমাধান দেয়ার পাশাপাশি রাইডিং অভিজ্ঞতা উন্নীত করার প্রতিশ্রুতির প্রতিফলন।নতুন 'এক্সবেস্নড ২০২৫' উন্মোচনের পর বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, "হোন্ডার গেস্নাবাল ভিশন হলো মানুষের জীবনের সম্ভাবনা আরও বাড়িয়ে উপভোগ্য করে তোলা, যা সাশ্রয়ী এবং মানসম্মত গতিশীল সমাধানের মাধ্যমে সম্ভব।''তিনি উলেস্নখ করেন, ২০১৯ সালের ডিসেম্বরে এক্সবেস্নড সিরিজ চালু হওয়ার পর থেকে ৬০ হাজারের বেশি বাংলাদেশি গ্রাহক হোন্ডার ওপর আস্থা রেখেছেন। বিজ্ঞপ্তি