ড. মুহম্মদ শহিদুলস্নাহ্‌ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ০০:০০

অনলাইন ডেস্ক
গত ২৮ ফেব্রম্নয়ারি সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিল্পপতি ও সফল সংগঠক মেসবাহ উদ্দিন আলীকে আহবায়ক এবং বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাফিজুলস্নাহ্‌ খান লিটনকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুলস্নাহ্‌ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়। অফিসার্স ক্লাব ঢাকায় বিপুল সংখক সাবেক ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিতে এই আহবায়ক কমিটি গঠিত হয়। অত্যন্ত প্রাণোচ্ছল, প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠেয় এ সভা যেন শহীদুলস্নাহ্‌ হলের নবীন ও প্রবীণদের এক মিলনমেলায় পরিণত হয়। নবনির্বাচিত আহবায়ক ও সদস্যসচিব সকলকে সঙ্গে নিয়ে অ্যালামনাই এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে স্বল্প সময়ের মধ্যে সাধারণ সভার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন বলে সভাকে কথা দেয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি