মে মাসে দক্ষিণ কোরিয়ার রপ্তানি কমেছে ৯.৪%

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চলতি বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ার রপ্তানি বছরওয়ারি ৯ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে। এ নিয়ে টানা ছয় মাস দেশটির রপ্তানি নিম্নমুখী থাকল। সম্প্রতি এক সরকারি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর সিনহুয়া। দক্ষিণ কোরিয়ার অর্ধেকের বেশি অর্থনীতি রপ্তানির ওপর নির্ভরশীল। দেশটির বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত মাসে দক্ষিণ কোরিয়ার রপ্তানি দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯১ কোটি ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ কম। একই সময় দেশটির আমদানি বছরওয়ারি ১ দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ৩৬৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। ফলে মে মাসে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২২৭ কোটি ডলার। টানা ৮৮ মাস ধরে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ভারসাম্য স্থিতিশীল থাকলেও উদ্বৃত্তের পরিমাণ গত বছরের চেয়ে ৬৩ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। মূলত বৈশ্বিক বাণিজ্য বিরোধ এবং বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের নিম্নগতির কারণে গত মাসে দক্ষিণ কোরিয়ার রপ্তানি দ্রম্নত পতনের শিকার হয়েছে। এর আগে এপ্রিলে রপ্তানি ২ শতাংশ হ্রাস পায়। পরিমাণের দিক থেকে টানা দুই মাস রপ্তানি বাড়তে দেখা গেছে। ফলে এ থেকে নিকট ভবিষ্যতে দেশটির রপ্তানি ঘুরে দাঁড়ানোর ইতিবাচক আভাস পাওয়া যাচ্ছে। গত মাসে রপ্তানির পরিমাণ বছরওয়ারি দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে এপ্রিলে ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়।