কোম্পানির কর হারের ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত বাতিল চায় এমসিসিআই
প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ০০:০০
অর্থ-বাণিজ্য রিপোর্ট
এমসিসিআই-এর প্রেসিডেন্ট কামরান তানভিরুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি ৮০ শতাংশ অপ্রাতিষ্ঠানিক এবং সম্পূর্ণ ব্যাংকিং নির্ভর নয়। ফলে বড় ও মাঝারি কোম্পানির জন্য এই শর্ত পালন করা অত্যন্ত কঠিন।
নগদ অর্থ লেনদেনের সীমা নির্ধারণ করে দেওয়ায় ব্যবসায়ীরা কর্পোরেট কর হ্রাসের (ট্যাক্স কাট) সুবিধা নিতে পারছেন না বলে অভিযোগ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তারা কোম্পানির কর হারের ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত বাতিলের দাবি জানিয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট সভায় সংস্থার পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন এনবিআর-এর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এমসিসিআই-এর প্রেসিডেন্ট কামরান তানভিরুর রহমান বলেন, কোম্পানিগুলোর কর হার এবং কার্যকরী কর হার বিগত অর্থবছরগুলোতে শর্তসাপেক্ষে কর্পোরেট কর হার ধারাবাহিকভাবে কমানো হলেও, অর্থ আইন ২০২৪ অনুযায়ী নগদ লেনদেনের শর্তাবলির কারণে কেউই এই সুবিধা ভোগ করতে পারছে না। বাংলাদেশের অর্থনীতি ৮০ শতাংশ অপ্রাতিষ্ঠানিক এবং সম্পূর্ণ ব্যাংকিং নির্ভর নয়। ফলে বড় ও মাঝারি কোম্পানির জন্য এই শর্ত পালন করা অত্যন্ত কঠিন।
তিনি আরও বলেন, 'কার্যকরী কর হার অতিমাত্রায় বেশি, যা উৎসের কর কর্তন ও অননুমোদিত ব্যয়ের ফলে ক্ষেত্রবিশেষে ৪০-৫০ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়। কর্পোরেট কর হার বাস্তবিক হারে কমানোর পাশাপাশি, অগ্রিম আয়কর ও টার্নওভার কর নীতির সংস্কার প্রয়োজন, যাতে কর আয়ভিত্তিক হয়, টার্নওভারের উপর নয়'
এছাড়া কর প্রশাসনের উন্নয়ন ও স্বয়ংক্রিয় ডিজিটালাইজেশন চালুর মাধ্যমে কর ফাঁকি কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির সুযোগ রয়েছে বলে জানান তিনি। তাই কোম্পানির কর হারের ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত বাতিলের আবেদন জানান তিনি।