শেয়ার বেচবে ইসলামী ব্যাংকের করপোরেট উদ্যোক্তা

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অন্যতম করপোরেট উদ্যোক্তা বাংলাদেশ ইসলামিক সেন্টার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে ব্যাংকের দুই লাখ শেয়ার বেচবে। বর্তমানে বাংলাদেশ ইসলামিক সেন্টারের কাছে ইসলামী ব্যাংকের মোট ৩৬ লাখ শেয়ার রয়েছে। ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। ১৮ জুন বেলা ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে ইসলামী ব্যাংকের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা। আগের হিসাব বছর সম্মিলিত ইপিএস ছিল ৩ টাকা ৬ পয়সা। ৩১ ডিসেম্বর সম্মিলিতভাবে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪৫ পয়সা। এক বছর আগে সম্মিলিত এনএভিপিএস ছিল ৩১ টাকা ৪৭ পয়সা। এদিকে চলতি ২০১৯ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইসলামী ব্যাংকের সম্মিলিত ইপিএস হয়েছে ৪০ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৩৬ পয়সা। ৩১ মার্চ ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা, এক বছর আগে যা ছিল ৩১ টাকা ৮৩ পয়সা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে 'ট্রিপল এ' ও স্বল্পমেয়াদে 'এসটি-ওয়ান'। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ ২ জুন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এই প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।