এক মাসে দেড় লাখের বেশি কর্মসংস্থান যুক্তরাষ্ট্রে
প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০
অর্থ-বাণিজ্য ডেস্ক
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে প্রবেশের পর প্রথমবার পূর্ণ মাসের কর্মসংস্থান তথ্য প্রকাশ করেছে মার্কিন শ্রম পরিসংখ্যান বু্যরো বিএলএস। এতে দেখা যাচ্ছে, ফেব্রম্নয়ারিতে দেশটির অর্থনীতিতে ১ লাখ ৫১ হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে, যা কর্মসংস্থান বৃদ্ধির পুনরুদ্ধারকে নির্দেশ করে। খবর সিএনএন।
প্রতিবেদন অনুসারে, ফেব্রম্নয়ারিতে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার সামান্য বেড়ে ৪ দশমিক ১ শতাংশ হয়েছে, যা জানুয়ারিতে ছিল ৪ শতাংশ।
এর আগে অর্থনীতিবিদরা ১ লাখ ৬০ হাজার নতুন চাকরির পূর্বাভাস দিয়েছিলেন। অবশ্য প্রত্যাশিত হারে কর্মসংস্থান না বাড়লেও জানুয়ারির তুলনায় বেশি ছিল। জানুয়ারিতে প্রাথমিকভাবে ১ লাখ ৪৩ হাজার কর্মসংস্থানের তথ্য দেয়া হলেও সংশোধিত প্রতিবেদনে ১ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা হয়।
প্রত্যাশার তুলনায় কর্মসংস্থান না বাড়লেও পরিসংখ্যান বলছে, মার্কিন শ্রমবাজারের সম্প্রসারণ অব্যাহত রয়েছে। এটি অর্থনীতির বর্তমান বাস্তবতার প্রতিচ্ছবি। কারণ নতুন ফেডারেল নীতির কারণে বাজারে আস্থার সংকট দেখা দিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্রাম্প প্রশাসনের বেশকিছু সিদ্ধান্ত বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে বড় মাত্রার ফেডারেল ছাঁটাই, বাজেট কাটছাঁট এবং বারবার শুল্ক আরোপ ও স্থগিতের সিদ্ধান্ত, যা ব্যবসা ও ভোক্তাদের আস্থা নড়বড়ে করে দিয়েছে এবং অর্থনীতিকে নানামুখী সতর্কবার্তা দিচ্ছে।
যুক্তরাষ্ট্রে কিছুদিন ধরে আলোচনায় রয়েছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে ফেডারেল কর্মী ছাঁটাই। তবে এর প্রভাব ফেব্রম্নয়ারির শ্রম প্রতিবেদনে তেমন বড় প্রভাব ফেলবে বলে আশা করা হয়নি। কারণ চাকরির তথ্য সংগ্রহের সময়কাল এবং কর্মী ছাঁটাইয়ের চুক্তি ও প্রক্রিয়া।
শুক্রবারের প্রতিবেদনে বলা হচ্ছে, ফেব্রম্নয়ারিতে ফেডারেল সরকার ১০ হাজার চাকরি কমিয়েছে। এর মধ্যে ডাক বিভাগে কমেছে ৩ হাজার ৫০০ কর্মসংস্থান। ফলে সামগ্রিক সরকারি খাতে চাকরির প্রবৃদ্ধি কমেছে। ফেব্রম্নয়ারিতে সরকারি চাকরির সংখ্যা মাত্র ১১ হাজার বেড়েছে, যা ২০২৪ সালের এপ্রিলের পর সর্বনিম্ন। গত বছরের ওই সময়টি ছিল ২০২২ সালের জুনের পর সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের মাস।
বিশ্লেষক সংস্থা এফডবিস্নউবি বন্ডসের প্রধান অর্থনীতিবিদ ক্রিস রুপকি বলেন, 'নতুন প্রেসিডেন্টের অধীনে মার্কিন অর্থনীতি ধীরগতিতে চলছে। আপনি যদি ফেডারেল কর্মচারী ও সরকারি ঠিকাদারদের গণহারে ছাঁটাই করেন, তবে তা বেসরকারি খাতে কর্মসংস্থানের ওপরও প্রভাব ফেলবে।'
কর্মসংস্থানবিষয়ক সংস্থা চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের নতুন তথ্যানুযায়ী, ফেব্রম্নয়ারিতে ১ লাখ ৭২ হাজার বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়েছে, যা নথিভুক্ত ১২তম সর্বোচ্চ সংখ্যা। সাম্প্রতিক বছরগুলোর মতোই মার্কিন স্বাস্থ্যসেবা খাত ফেব্রম্নয়ারিতে ৫২ হাজার নতুন চাকরি যোগ করেছে। তবে খাতটি ফেডারেল সহায়তার ওপর নির্ভরশীল এবং বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে।