মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারম্যান চক্রবৃদ্ধি সুদহারের বিরুদ্ধে মার্কেন্টাইল ব্যাংক

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট মার্কেন্টাইল ব্যাংকের (এমবিএল) চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা বলেছেন, গ্রাহকদের সুবিধার জন্য ব্যাংক ঋণের সরল সুদ বাস্তবায়নে আমরা আগ্রহী। চক্রাকারে যে সুদ বাড়তে থাকে তা গ্রাহকদের জন্য কষ্টদায়ক। তবে মার্কেটে টিকে থাকতে হলে সব ব্যাংককেই উদ্যোগটি বাস্তবায়ন করতে হবে। তা না হলে এককভাবে চালু করলে আমরা পিছিয়ে পড়ব। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এমবিএল চেয়ারম্যান বলেন, আমরা ১১ লাখ সদস্যের পরিবার নিয়ে খুব ভালো আছি। আমাদের ব্যাংকে পর্যাপ্ত তারল্য রয়েছে। এর কোন সংকট নেই। পাশাপাশি অ্যাডভান্স ডিপোজিট রেশিও (এডিআর) রয়েছে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে। বর্তমানে আমাদের ব্যাংকে ঋণের গড় সদুহার ৯ দশমিক ৬ শতাংশ। তবে এটাকে আমরা আরও নিচে নামিয়ে আনার চেষ্টা করছি। তিনি আরও বলেন, এটিএম বুথের জালিয়াতি নিয়ে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেছি। আশা করি, আমাদের ব্যাংকের ৬৯টি ব্যাংকে কোনো ধরনের দুঃসংবাদ শোনা যাবে না। ২০১৯ সালের মে শেষে মার্কেন্টাইল ব্যাংকের আমানতের পরিমাণ ২৪ হাজার ৪০৭ কোটি টাকা। ঋণ ও অগ্রিম ২২ হাজার ৮৪০ কোটি টাকা। আমদানি ৮ হাজার ২৮৪ কোটি ও রপ্তানি ৭ হাজার ৬৪ কোটি টাকা। এই সময় পর্যন্ত এমবিএল রেমিট্যান্স সংগ্রহ করেছে ১ হাজার ৬৬৫ কোটি টাকা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমানউলস্নাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পরিচালক মোরশেদ আলম, মো. আনোয়ারুল হক ও মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি. ডব্লিউ. এম. মোর্তজা, মো. জাকির হোসাইন ও আদিল রায়হানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।