কপারটেকের তালিকাভুক্তি সময় চেয়েছে ডিএসই

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
সম্প্রতি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তালিকাভুক্তির সময়সীমা বাড়ানোর জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অনুরোধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বিএসইসির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। উলেস্নখ্য, বিধি অনুসারে কপারটেকের তালিকাভুক্তির নির্ধারিত সময়সীমা গত ২৩ জুন, রোববার শেষ হয়েছে। এর মধ্যে কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্তির বিষয়টি ঝুলে আছে। ডিএসই কোম্পানিটিকে তালিকাভুক্ত করা না করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না নিয়ে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা চেয়ে গত মাসে একটি চিঠি পাঠিয়েছিল। কিন্তু বিএসইসির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এরই মধ্যে সময়সীমা শেষ হয়ে যাওয়ায় বিএসইসির কাছ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত সময়ের জন্য তালিকাভুক্তির সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয় ডিএসইর চিঠিতে। উলেস্নখ্য, আইন অনুযায়ী সাবস্ক্রিপশন (আইপিওর আবেদন ও টাকা জমা) শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে তালিকাভুক্ত না হলে সংশ্লিষ্ট কোম্পানিকে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে হয়। কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবস্ক্রিপশন শেষ হয় ৬ এপ্রিল। সে হিসেবে তাদের তালিকাভুক্তির সময়সীমা গতকাল ২৩ জুন শেষ হয়েছে। তবে কোনো কারণে ডিএসই কপারটেককে তালিকাভুক্ত না করলেও বিনিয়োগকারীদের আইপিও আবেদনের টাকা ফেরত দেয়ার বাধ্যবাধকতা কোম্পানিটির উপর প্রযোজ্য হবে কি-না তা স্পষ্ট নয়। কারণ ইতোমধ্যে একটি স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি নির্দিষ্ট সময়ের মধ্যেই তালিকাভুক্ত হয়েছে। অন্যদিকে সিএসই তালিকাভুক্ত করলেও সেখানে কপারটেকের শেয়াল লেনদেন শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কারণ ডিএসই শেষ পর্যন্ত কোম্পানিটিকে তালিকাভুক্ত করবে কি-না তা নিশ্চিত নয়। যদিও অতীতে ড্যাফোডিল কম্পিউটার, খাজা মোজাইক, জিএমআই সিরিঞ্জসহ বেশ কয়েকটি কোম্পানিকে ডিএসই তালিকাভুক্ত না করলেও সিএসইতে সেগুলো তালিকাভুক্ত হয় এবং লেনদেনও হয়। কয়েক বছর পর ডিএসইও ড্যাফোডিল কম্পিউটার এবং জিএমআই সিরিঞ্জকে তালিকাভুক্ত করে। তবে কপারটেকের ক্ষেত্রে শেষ পর্যন্ত কী ঘটবে তা এখনো স্পষ্ট নয়। সিএসই কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিএসই কোম্পানিটিকে তালিকাভুক্ত না করা পর্যন্ত তারা এর শেয়ার লেনদেন শুরু করবেন না। উলেস্নখ্য, ডিএসই কপারটেকের আর্থিক প্রতিবেদনে নানা অসঙ্গতির অভিযোগ তুলে প্রথমে কোম্পানিটিকে তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানায়। ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) কোম্পানিটির নীরিক্ষা সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করে দেখার জন্য আইসিএবিকে নির্দেশ দেয়ায় এফআরসির রিপোর্ট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা জানায় ডিএসই। পরবর্তীতে ডিএসই পর্ষদের সিদ্ধান্ত অনুসারে তালিকাভুক্তির বিষয়ে নির্দেশনা চেয়ে বিএসইসির কাছে অনুরোধ জানানো হয়।