এনআরবি গেস্নাবাল ব্যাংক ও বাংলাদেশ বিমানের মধ্যে চুক্তি

প্রকাশ | ০৫ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
২ জুলাই এনআরবি গেস্নাবাল ব্যাংক লিমিটেডের সঙ্গে বিমান হলিডেজ (বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হলিডে উইং) এর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানের এক কর্পোরেট চুক্তি বিমানের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় এনআরবি গেস্নাবাল ব্যাংকের কার্ডের গ্রাহক বিমান হলিডেজ থেকে বিমানের টিকেট ও অন্যান্য প্যাকেজ হ্রাসকৃত মূল্যে ক্রয় করার সুবিধা উপভোগ করতে পারবেন। এনআরবি গেস্নাবাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম এবং বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের মহাব্যবস্থাপক বিপণন মোহাম্মদ সালাহউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, এনআরবি গেস্নাবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, বিমানের পরিচালক (পরিকল্পনা, বিক্রয় ও বিপণন) এয়ারকমোডর মো. মাহবুব জাহান খান, বিমান হলিডেজের পরিচালক (বিপণন) সৈয়দ আহমেদ আলী (রাশেদ) সৈয়দ গোলাম কাদের এবং ব্যাংকের হেড অব কার্ডস আরিফুল হাসান খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি