দর বাড়ার শীর্ষ মিউচু্যয়াল ফান্ডের দখলে

প্রকাশ | ০৮ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোর্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ দখল করছে মিউচুয়াল ফান্ডগুলো। শীর্ষ দশের সব কয়টি স্থানেই দখল করে আছে ফান্ডগুলো। গতকাল টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১। এই দিন ফান্ডটির দর বেড়েছে ৮০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ২২৩ বারে ১২ লাখ ৮ হাজার ৬০২টি ফান্ড লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬ লাখ ৯ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। এই দিন ফান্ডটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ১৮ বারে ৪ হাজার ৯৩৫টি ফান্ড লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ হাজার টাকা। এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড তৃতীয় স্থানে রয়েছে। এই দিন ফান্ডটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ১২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ফান্ডটি ১ হাজার ৪৪৬ বারে ১ কোটি ৬ লাখ ৭২ হাজার ২৯২টি ফান্ড লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড।